বিশেষ প্রতিবেদন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ২টার দিকে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাদা প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে ছিটকে গিয়ে গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে চালককে জীবিত উদ্ধার করেন। তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাঁর পা ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাইভেটকারটিতে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যেও কয়েকজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের নাম-পরিচয় কিংবা নির্দিষ্ট আঘাতের ধরন জানা যায়নি।
এদিকে, কাশিয়ানী থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়, তবে দ্রুত তা স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, হিরন্যকান্দি এলাকায় প্রায়ই অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। তাঁরা মহাসড়কে কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারির দাবি জানিয়েছেন।
এই দুর্ঘটনা আবারও মহাসড়কে সচেতন ও নিয়ন্ত্রিত গতির গাড়ি চালনার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। অতিরিক্ত গতি, ক্লান্তি ও অসতর্কতা — এসবই মহাসড়কে দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.