শোবিজঅঙ্গনে বর্তমান সময়ের প্রিয়মুখ সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় থাকা ‘দাগি’ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে আরফান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির শুটিং শুরুর সময় থেকে এটি রয়েছে আলোচনায়। এবার ‘দাগি’র মুক্তির খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। দর্শকদের ভালো লাগার মতো একটি সিনেমা হয়েছে। সিনেমা সংশ্লিষ্ট সবাই সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
মুক্তি আর প্রায়শ্চিত্যের গল্পে নির্মিত সিনেমাটিতে চমক হয়ে এসেছেন সুনেরাহ। এবারের ঈদ উৎসবে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমা এবং নিজের ক্যারিয়ার প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘ভালো গল্প সুন্দরভাবে দর্শকদের সামনে নিয়ে আসতে পারলে দর্শক তা গ্রহণ করেন। প্রেক্ষাগৃহে ভালো সাড়া না পেলেই সিনেমা খারাপ হয়ে যায় না। বর্তমানে অনেকেই ছবি হলে বসে দেখতে চায় না, ঘরে বসে ওটিটিতে দেখে। কাজের ব্যাপারে গল্প ও চরিত্র পছন্দ হলেই আমি করি। যদি মনে হয়, চরিত্রটি আমার পোর্টফোলিও সমৃদ্ধ করবে, তাহলে কাজটির সঙ্গে নিজেকে যুক্ত করি। সংখ্যায় কম হলেও কিছু ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাই।’
এ অভিনেত্রীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ন ডরাই’, ‘মশারী’, ‘অন্তর্জাল’ ইত্যাদি। ইতিমধ্যে বেশ কিছু নতুন কাজ নিয়ে ব্যস্ততম সময় পাড় করছেন সুনেরাহ। ভিন্ন ভিন্ন গল্পের নানা চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান এই তরুণ অভিনেত্রী।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.