সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ (৫) (বি) অনুসরণ করে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়ালের নিকট নির্দেশনা প্রেরণ করেছেন। সে অনুযায়ী সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে।
এর আগে গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করায় করার অভিযোগ ওঠায় ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকেও বিরত রাখা হয়।
গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.