বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটের মোল্লাহাটে একটি গাড়িতে হামলার অভিযোগে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হৃদয় ঘরামী বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় ওই মামলা করেন। এই মামলায় মোল্লাহাট উপজেলার স্থানীয় তিন সাংবাদিককেও আসামি করা হয়েছে।
এদিকে এই মামলায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন মোস্তাক মুন্সি, উজ্জ্বল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী হৃদয় ঘরামী বাদী হয়ে মাদ্রাসাঘাট এলাকায় ইমাদ পরিবহনের কাউন্টারম্যান কালু ফরাজীকে প্রধান আসামি করে ৭৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মামলা করেছেন। ওই ঘটনায় এরই মধ্যে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে তাঁদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এই মামলায় তিন সাংবাদিককে আসামি করার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরের একটি গাড়িকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি, হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় ২৩ জন আহত হন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.