
প্রথমবারের মতো একক কনসার্টে গাইবে সহজিয়া, ১০ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘ধ্যান’ শীর্ষক আয়োজনে গাইবে ব্যান্ডটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যান্ডটি জানিয়েছে, যারা সহজিয়া ব্যান্ডকে পুরোপুরি বুঝতে চায়, তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। ব্যান্ডটির প্রায় সব গানই এই কনসার্টে পরিবেশন করা হবে। কনসার্টের দিন সহজিয়ার নতুন একটি গান ‘অভিনয়’ আসবে।
কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইভেন্টহোলিক। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট এবং অ্যাকোস্টিকা, হেভি মেটাল টি-শার্টের ঢাকার সব কটি শাখায়।
ব্যান্ডের জন্মলগ্ন ২০১১ সাল থেকেই শব্দ ও সুরে মগ্নতা রাখার চেষ্টা করে এসেছে সহজিয়া ব্যান্ড। দুটো অ্যালবাম ‘রংমিস্ত্রি’ ও ‘ঘোড়া’র পাশাপাশি প্রকাশিত আরও কিছু একক গান মিলিয়ে ব্যান্ডটির ২০টির বেশি গান রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.