প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৯:২৪ এ.এম
গোপালগঞ্জের ৪নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন প্যানেল চেয়ারম্যান জনাব ইমারত শেখ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাব্বির খান বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ এবং অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার বিভাগ হতে ১৯ সেপ্টেম্বর চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি প্রদান করেছেন।
পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ উক্ত ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য এবং ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ ইমারত শেখকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেছেন। তিনি দ্বায়িত্ব পাওয়ার পরে অত্র ইউনিয়ন পরিষদের সচিবসহ সকল ইউপি সদস্য বৃন্দদের নিয়ে প্রথম সভা করেন। তিনি সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সকল নাগরিকের সাথে সুন্দর ব্যবহার করায় এলাকার সকল শ্রেণীর লোক অত্যন্ত খুশি। জনাব মোঃ ইমারত শেখ এর সাথে কথা বলিলে তিনি বলেন এলাকার সকল কাজ স্বচ্ছ ভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করিব। আপনারা কেউ ভাইয়ের আবার কেউ চাচা ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন। আমি আপনাদের সাথে নিয়ে সকল কাজ স্বচ্ছ ভাবে করবো ইনশাল্লাহ।
।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.