বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ এই সরকারের সবাই অরাজনৈতিক উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিশ্বাস করি, তাঁরা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবে সরকার।’
আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবরে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখানে কিছু ঘটনাও আছে। আবার কিছু গুজবও আছে। ৫ আগস্টের পরাজিত শক্তি বসে নেই। তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাহারা বসানো হবে। সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা ও সাজা দেওয়া হয়েছে, সেসবের প্রত্যাহার করতে হবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সেটা করা না হলে, তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক হবে। তা হবে এক–এগারো যে চক্রান্ত। বিএনপির অন্য নেতা–কর্মীদের বিরুদ্ধে থাকা মামলারও প্রত্যাহার চান তিনি।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.